জনগনের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে সরকারঃ প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
প্রতিটি মানুষের জন্য আবাসন নিশ্চিতে আবারো অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র বিমোচন ও উন্নত দেশ গঠনে জনগনের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সকালে গণভবন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী এবং সাধারণ ক্ষতিগ্রস্ত মোট ১৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দ-পত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম আর শহরের মাঝে বৈষম্য কমিয়ে আনা হচ্ছে। শহরের জীবন-জীবিকা ও সুযোগ সুবিধা গ্রামেও সুলভে কাজ করছে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্লটপ্রাপ্তদের হাতে বরাদ্দের কাগজ তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী।























