জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিলো না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি ছিলো তখন উন্নয়নের ধারা অব্যাহত থাকেনি। শেখ হাসিনা বলেন, ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছি বলেই উন্নয়নের গতি ফিরে এসেছে।
দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের এই সভা। সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনার সফল সমাপ্তির পর এই সভাতেই অনুমোদন দেওয়া হয় অষ্টম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা’র। গণভবন থেকে এ সভায় ভার্চুয়ালি যোগ দেন জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী সরকারের আমলে বাংলাদেশের উন্নয়ন থেমে গিয়েছিল।
প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরেন।
২০২১ সাল থেকেই অষ্টম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


















