জনগণের নয়, দেয়ালে পিঠ ঠেকে গেছে বিএনপির: কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের জনগণের নয়, দেয়ালে পিঠ ঠেকে গেছে বিএনপির, এমন মতব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপির অন্ধ বিষোদগার আর মিথ্যাচার তাদের রাজনৈতিক ভবিষ্যতকে চরম অনিশ্চিয়তায় ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এসময় মালিক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহবান জানিয়ে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথাও বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।