জনগণের টাকায় পদ্মা সেতু; লুটপাট করছে সরকার : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
জনগণের টাকায় পদ্মা সেতু হচ্ছে। আর লুটপাট করছে সরকার। এখন ক্ষমতা হারানোর ভয়ে নার্ভাস হয়ে বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলা দেওয়ার মতো কুরুচিপূর্ণ কথা বলেছেন প্রধানমন্ত্রী । সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের এ কথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ হয়েছে। কিন্তু সরকার টাকা লুটপাট করেছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বেচ্ছায় বন্দি হয়ে আছে। জনগণকে ভয় পান বলে প্রধানমন্ত্রী জনসম্মুখে আসছেন না । মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, উন্নত চিকিৎসা না পেলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেগম খালেদা জিয়াসহ দলের গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।