জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
হরতাল কর্মসূচি কোনো বিধ্বংসী কাজ নয়, জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলেন নেতাকর্মীরা। এসময় পুলিশও তাদের পাশে অবস্থান নেয়। বেলা পৌঁনে এগারোটার দিকে এই কর্মসূচিতে যুক্ত হন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এর কিছুক্ষণ পরই, হরতাল কর্মসূচিতে যানজট সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তাদেরকে সরে যেতে সময় বেঁধে দেয় পুলিশ। পরে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ভোটাধিকার রক্ষায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।