জনগণকে বাঁচাতে যেখান থেকেই হোক ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জনগণকে বাঁচাতে সরকার যেখান থেকেই হোক ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এরজন্য কোন বিশেষ সম্পর্কের দরকার নেই।
সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে প্রধানমন্ত্রীর ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমান ৭৫-এর হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর পরিনতি তাঁকেও ভোগ করতে হয়েছে। এসময় বিএনপিকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাদ দেয়ার আহবান জানান আওয়ামী লীগ নেতা।