জনগণ চাইলে চতুর্থবারও ক্ষমতায় থাকবে আ’লীগ : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিএনপির ইচ্ছায় সরকারের পতন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ চাইলে টানা চতুর্থবারও ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের বৈঠকে একথা বলেন ওবায়দুল কাদের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ওপর ভর করে সহিংসতা সৃষ্টি করেছে তারা।