জঙ্গি পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
জঙ্গি হামলার বড় কোনো আশঙ্কা না থাকলেও পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এন্টি টেররিজম ইউনিটের উদ্যোগে অনলাইনভিত্তিক উগ্রবাদ ও জঙ্গিবাদ কার্যক্রম বিরোধী জনসচেতনতামূলক ওভিসি ও টিভিসির উদ্বোধনকালে একথা বলেন তিনি। এসময় স্যোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের সমালোচনা করে তাদেরকে অসুস্থ্য বলেও দাবি করে তিনি। এসময় তিনি আরো বলেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। প্রখ্যাত আলেমদেরকে ইসলাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার আহবানও জানান ড. বেনজীর আহমেদ। আর জঙ্গিবাদের আস্তানা যেন এদেশে গড়ে উঠতে না পারে সেলক্ষ্যে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।























