ছুটী শেষে আবার সচল হয়েছে বেনাপোল বন্দরের কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৩ দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে।
সকাল থেকে এ পথে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করেছে। এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় বেড়েছে কর্মব্যস্ততা। এতে আমদানি পণ্যের গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত পণ্য খালাসের জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট কার্গো সুপার স্বপন কুমার দাস জানান, ঈদ উপলক্ষে বন্দর তিনদিন বন্ধ থাকার পর সকাল থেকে পুনরায় আমদানি রফতানি চালু হয়েছে।


























