ছিন্নমূল ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রটি র্যাবকে ছেড়ে দেয়ার অনুরোধ মেয়র তাপসের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছিন্নমূল ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রটি রেবকে ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
যাত্রাবাড়ির জনপদ মোড়ে দক্ষিণ সিটি করপোরেশনের গণশৌচাগার উদ্বোধনের সময় এই অনুরোধ করেন তিনি। পরে, ৮ নম্বর ওয়াডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রও উদ্বোধন করেন তিনি। সাংবাদিকদের জানান, মোট ৫২ টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৭৫ টি ওয়ার্ডে গণশৌচাগার নির্মান করা হবে। তিনি আরো জানান, ছিন্নমূল শিশু ও ভবঘুরেদের জন্য বড় আকারে কাজ করছে সরকার। আশ্রয়কেন্দ্রটি দখল মুক্ত করে পরে ছিন্নমূল মানুষকে থাকার ব্যবস্থা করে দেয়া হবে।