ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
 - / ১৬০০ বার পড়া হয়েছে
 
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষক।
মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিলেটের হূমায়ুন রশিদ চত্বরে ঢাকা থেকে আসা বাস থেকে নেমে রিক্সা করে বাসায় ফেরার পথে শাহজালাল ব্রিজের উপর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। জানা যায় ছিনকারীরা উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করে।
																			
																		














