চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর দ্বিতীয় লেগে সালজবুর্গকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপড় চড়াও বায়ার্ন। ২৩ মিনিটেই হ্যাট্রিক করে দলকে ৩-০ ব্যাবধানে এগিয়ে দেয় লেভানডস্কি। ৩১ মিনিটে কোম্যানের পাস থেকে ব্যবধান ৪-০ করে জিনাব্রি। বিরতি থেকে ফিরেও যথারীতি আধিপত্য ধরে রাখে বায়ার্ন। ৫৪তম মিনিটে দারুণ এক গোলে স্কোরলাইন ৫-০ করে ফেলেন মুলার। ৭০ মিনিটে সান্তনার একটি গোল পায় সালসবুর্গ। বদলি হিসেবে নেমে গোল করেন ১৮ বছর বয়সী কমান কাইগার্ড। শেষ দিকে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা।










