চূড়ান্ত হলো টোকিও অলিম্পিকের নতুন তারিখ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
অবশেষে চূড়ান্ত হলো টোকিও অলিম্পিকের নতুন তারিখ। অনিশ্চয়তার টোকিও অলিম্পিকে নিশ্চয়তার নতুন রূপ শুরু হবে ২০২১ সালের ২৩ জুলাই। ৮ আগস্ট পর্যন্ত চলবে বিগেস্ট শো অন আর্থ।
সোমবার জাপানে আয়োজক কমিটির সভাশেষে সভাপতি ইয়োশিরো মরি জানিয়েছিলেন, এ সপ্তাহেই জানা যাবে গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর নতুন তারিখ। তবে অপেক্ষা দীর্ঘায়িত হতে দেয়নি আইওসি। এক বছর পিছিয়ে শুরু হচ্ছে এই আসর। নতুন তারিখ অনুযায়ী দুই সপ্তাহের আসর শেষ হবে ২০২১ সালের ৮ আগস্ট। তার আগে, টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ছিলো ২০২০ সালের ২৫ আগস্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঠে গড়ায়নি আসর। নতুন তারিখ নিয়ে সভাপতি ইয়োশিরো মরি জানিয়েছেন, ২০২১-এর গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করাটাই এখন সবার জন্য বড় চ্যালেঞ্জ। নতুন লক্ষ্যকে সামনে রেখে অনেক পরিকল্পনার কথাও জানান ইয়োশিরো মরি।