চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক অন্তসত্তাসহ দুই নারী নিহত

- আপডেট সময় : ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক অন্তসত্তাসহ দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গেলোরাতে জেলার কোষাঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের আবুল কালামের স্ত্রী রুমানা খাতুন ও জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন। নিহত রুমানা খাতুন ৩ মাসের অন্তসত্তা ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছে নিহত রুমানা খাতুনের ভাই মনিরুল ইসলাম। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার অন্তসত্তা রুমানা খাতুনকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় চুয়াডাঙ্গায়। পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাতে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।