চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যের অনেক সংস্করণ। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।
সহস্রাধিক দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। গরু গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে পাওয়া যায় উৎসবের আমেজ। বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত হয় হাজারো দর্শক। প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গাসহ আশে-পাশের ৫০টি গরুর গাড়ি অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। প্রথম স্থান অধিকারীর পুরস্কার হিসেবে ১টি টেলিভিশন ও দ্বিতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল তুলে দেয়া হয়।