চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা টেস্টে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা টেস্টে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার শুরুতে করোনার নমুনা পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়মের বিষয়ে সিভিল সার্জন ডাঃ মারুফ হাসানের কাছে জানতে চান সদস্যরা। এসময় সদস্যরা বলেন, করোনার নমুনা পরীক্ষায় সরকার নির্ধারিত ১শ’ টাকার জায়গায় নেয়া হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। অথচ জুলাই মাসে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় সরকার। করোনার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২২ হাজার নমুনা সংগ্রহ করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।