চুয়াডাঙ্গা বাস টার্মিনালে প্রকাশ্যে গুলিবর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনালে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলিবর্ষণ মামলার প্রধান আসামী শাকের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালককে জখম করে আটককৃতরা। ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সন্ত্রাসী বাকেরকে অস্ত্রসহ ভোরে শহরতলীর জাফরপুর এলাকা থেকে গ্রেফতার করে।























