চুক্তির ২৮ বছরেও পার্বত্য চট্টগ্রামে শান্তি আসেনি
- আপডেট সময় : ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
চুক্তির ২৮ বছরেও পার্বত্য চট্টগ্রামে শান্তি আসেনি। বরং পরবর্তী সময়ে বেড়েছে খুন খারাবি ও চাঁদাবাজি। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অস্থির পুরো পার্বত্য চট্টগ্রাম। এদিকে চুক্তি নিয়ে পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে রয়েছে অসন্তোষ।পাহাড়িদের অভিযোগ সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়। আর বাঙালিরা মনে করেন, চুক্তিতে সকল সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ করা হয়নি।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে দেশের এক-দশমাংশ পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলে চলা দুই দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ১৯৯৭ সালে হাসিনা সরকার সন্তু লারমার সাথে পার্বত্য চুক্তি সম্পাদন করে। যার অন্যতম লক্ষ্য পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। কিন্তু চুক্তির ২৮ বছর পর এসে পাহাড়ের পরিস্থিতি একেবারে উল্টো চিত্র। চুক্তি নিয়ে সন্তুষ্টি নেই, পাহাড়ি বাঙালি কোন সম্প্রদায়ের মাঝে।
পার্বত্য চুক্তির পর পাহাড় থেকে সরানো হয়েছে আড়াই শতাধিক নিরাপত্তা বাহিনীর ক্যাম্প। অপরদিকে তৎপর রয়েছে অন্তত ৬টি সশস্ত্র গ্রুপ। অবৈধ অস্ত্রের ব্যবহার, খুন, চাঁদাবাজিতে অস্থির পাহাড়ি জনজীবন। চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না অভিমত পাহাড়ি নেতাদের।
এদিকে, পার্বত্য চুক্তি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান বাঙালি সম্প্রদায়ের নেতারা।
সব সম্প্রদায়ের মাঝে সম অধিকার ও বিশ্বাস স্থাপন করা গেলেই পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।











