চীনের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী ও কয়েকটি যুদ্ধজাহাজের আদলে স্থাপনা নির্মাণ
- আপডেট সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
চীনের জিনজিয়াং অঞ্চলের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী ও কয়েকটি যুদ্ধজাহাজের আদলে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্যবস্তু হিসেবে ওই স্থাপনাগুলো ব্যবহার করা হবে।
রোববার স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে স্থাপনাগুলোর দেখা মেলে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বেশ তিক্ত। এর মধ্যে এমন স্থাপনা নির্মাণ, যুদ্ধবিমানবাহী রণতরী ধ্বংসের সক্ষমতা অর্জনে চীনের প্রয়াসের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাকলামাকান মরুভূমিতে একটি যুদ্ধবিমানবাহী রণতরি এবং দুটি যুদ্ধজাহাজের মডেল নির্মাণ করা হয়েছে। মার্কিন নেভাল ইনস্টিটিউট বলছে, মরুভূমির এ এলাকাটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করে চীন। চীনের যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স।



















