চীনের করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে
- আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আক্রান্ত হয়েছে মোট ৮৩০ জন। এদের মধ্যে ১৭৭ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় শুক্রবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য জানিয়েছে। সন্দেহভাজন আরো এক হাজার ৭২ জনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের উহান ও নিকটবর্তী শহরের প্রায় ২ কোটি মানুষকে আলাদা করেছে চীনা কর্তৃপক্ষ। শহরটিতে বন্ধ করা হয়েছে গণপরিবহন। শহর থেকে বের হওয়ারও অনুমতি মিলছে না বাসিন্দাদের। এদিকে, চীনের বাইরে আরো ৭টি দেশে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেলেও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে, জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানোম গেব্রিসাস জানান, চীনে এই ভাইরাস নিয়ে আশঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। তবে, বৈশ্বিকভাবে এখনও জরুরি অবস্থা জারি করার মতো সময় আসেনি বলেও উল্লেখ করেছেন তিনি।













