চীনের ‘করোনা’ আতংকে চট্টগ্রাম বিমান বন্দরেও বিশেষ সতর্কতা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চীনের নতুন ভাইরাস ‘করোনা’ আতংকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
গেল রাত থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান। তিনি জানান, চীন থেকে চট্টগ্রামে সরাসরি কোন ফ্লাইট না থাকলেও চীনের কোন নাগরিক অন্য কোনো দেশ হয়ে চট্টগ্রামে প্রবেশ করতে গেলে তাদের পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এজন্য সিভিল এভিয়েশন কর্মীদের সঙ্গে বিমানবন্দর সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মীদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।