চীনে বৈরী আবহাওয়ায় ২০ দৌড়বিদের মৃত্য

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চীনে শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসে মৃত্য হয়েছে ২০ দৌড়বিদের। নিখোঁজ রয়েছেন আরও একজন। তারা ১০০ কিলোমিটার মাউন্টেইন ম্যারাথনে অংশ নিয়েছিলেন। গাংসু প্রদেশের মুখপাত্র বলেন, ‘ইয়োলো রিভার স্টোন ফরেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাৎ খারাপ আবহাওয়ার মুখে পড়েন।’
ম্যারাথনের ২০ থেকে ৩১ কিলোমিটার অংশে ছিলেন তারা। হঠাৎ শিলাবৃষ্টি ও তুষারপাতের কারনে ওই এলাকার তাপমাত্রা অনেক কমে গেলে এই দূর্ঘটনা ঘটে। ‘তাদের কাছ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয় এবং ১৮ জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’আবহাওয়া আরও খারাপ হওয়ার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। প্রাদেশিক সরকার এ ঘটনার তদন্ত করছে।