চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল

- আপডেট সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্ত করতে সম্প্রতি চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল। কিন্তু ওই দলটির সাথে সংস্থার দুই সদস্য চীন সফরে যেতে পারেনি। তাদের দেহে আইজিএম এন্টিবডি পজিটিভ আসায় তারা চীন সফরের অনুমতি পাননি।
আইজিএম অ্যান্টিবডি হচ্ছে করোনা সংক্রমণের প্রাথমিক সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে একটি। অর্থাৎ তাদের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ১৫ জন বিজ্ঞানীর একটি দলের চীনে পৌঁছানোর কথা থাকলেও ১৩ জন দেশটিতে পৌঁছেছে। ১৫ জনের সবাই নিজ নিজ দেশ ত্যাগের আগে করোনা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষায় সবার করোনা নেগেটিভ আসায় তারা চীনের উদ্দেশে রওনা দেন। চীনে পৌঁছানোর আগে তারা সিঙ্গাপুরে বিরতি নেন। সেখানে আবারও তাদের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় । নিউক্লেইক এসিড টেস্টে সবার ফলাফলই নেগেটিভ এসেছে। কিন্তু দুই সদস্যের করোনাভাইরাস এন্টিবডি পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক টুইট বার্তায় নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই দুই সদস্যের পুনরায় আইজিএম এবং আইজিজি এন্টিবডি পরীক্ষা করা হবে।