চীনে নতুন করে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যখন হিমশিম খাচ্ছে চীন, তখন দেশটিতে নতুন করে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু।
শনিবার চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের সুয়াংকিং জেলার সায়োয়াং শহরের একটি খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খামারটিতে সাত হাজার ৮৫০টি মুরগির মধ্যে ভাইরাস সংক্রমণের কারণে সাড়ে চার হাজার মারা গেছে। এদিকে, প্রাদুর্ভাবের খবরের পর স্থানীয় কর্তৃপক্ষ ১৭ হাজার ৮১৮টি মুরগি সংগ্রহ করে মেরে ফেলেছে। চীনে নতুন করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত এই ভাইরাসে কোন মানুষ আক্রান্ত হয়নি। জাতিসংঘের তথ্য মতে, ২০১৩ সালে চীনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণে দেশটির ৬৫০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিলো।