চীনকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিলো তাইওয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
এবার চীনকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিলো তাইওয়ান। সর্বভৌমত্বের ওপর আঘাত আসলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানায় দেশটি। তবে নিজেরা সমঝোতার সম্পর্কে বিশ্বাসী বলেও দাবি করে দেশটি।
তাইওয়ানের আকাশে গত কয়েকদিনে শতাধিকবার মহড়া দেয় চীনের সামরিক বিমান। বোম্বার, ফাইটার জেট আর গোয়েন্দা বিমানের মতো একের পর এক বিমানের মহড়ায় দুই দেশের মধ্যে দেখা দেয় যুদ্ধ উত্তেজনা। একে চীনের আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা প্রস্তুতি নেয় তাইওয়ানও। এমনকি বেইজিংয়ের তৎপরতা ঠেকাতে আলোচনা হয় পার্লামেন্টে। দাবি জানানো হয় বাড়তি অর্থ ছাড়ের। উদ্ভূত পরিস্থিতিতে চার দশকের মধ্যে সবচেয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় দুই অঞ্চলে। যদিও এসব অভিযোগকে প্রপাগাণ্ডা হিসেবে আখ্যা দিয়েছে চীন। দেশটির উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এসব অপপ্রচার চলছে বলে দাবি বেইজিংয়ের।




















