চীন ফেরত শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো

- আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সন্দেহে রংপুর মেডিক্যালে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষ্যন আপাতত না থাকলেও আইইডিসিআর এর রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তারা। এরই মধ্যে তার চিকিৎসায় ১২ সদস্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নীলফামারীর ডোমারের জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জের আলতাব হোসেনের ছেলে চীন ফেরত শিক্ষার্থী তাজদিদ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিক্যালে ভর্তি হয়। রাতেই ঢাকা থেকে আইইডিসিআর-এর বিশেষজ্ঞরা এসে তার শরীরের নমুনা সংগ্রহ করেন। ২৯ জানুয়ারী চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নিজ জেলা নীলফামারীতে আসেন শিক্ষার্থী তাজদিদ। এদিকে, রংপুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন চীন ফেরত বাংলাদেশীদের পাশাপাশি রংপুরে অবস্থানরত চীনা নাগরীকদের শারীরিক খোঁজ নেয়ার পাশাপশি তাদের তথ্য সংগ্রহে রাখা হচ্ছে।