চীন থেকে আর কোনো বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হবে না -স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সরকারি খরচে চীন থেকে আর কোনো বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হবে না। নিজ খরচে আসার বিষয়েও নিরুৎসাহিত করছে সরকার। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, কোয়ারেন্টাইন শেষে ৩১২ জনকে আগামি ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেয়া হবে। কিন্তু চীনা নাগরিকদের নিজস্ব ব্যবস্থায় কোয়ারেন্টাইন করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
উহান কিংবা এর আশপাশের কয়েকটি শহরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখনো চীনা ফ্লাইট কিংবা চীনের নাগরিকদের আসা বন্ধ করা হয়নি। মাত্র ২৪ ঘণ্টার থার্মাল স্ক্যানিংসহ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।সাংবাদিকদের প্রশ্ন ছিলো- কেউ যদি করোনাভাইরাসে ২৪ ঘণ্টা পর আক্রান্ত হয় সেক্ষেত্রে করণীয় কি? এবিষয়ে সীমাবদ্ধতার কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আসা মানুষের নিজস্ব করোন্টাইন পদ্ধতি নিতে হবে। এরোগে আক্রান্ত হলে আশপাশের মানুষদের জানাতে হবে।
করোনাভাইরাস পরীক্ষার জন্য বাংলাদেশে আগে থেকেই ব্যবস্থা ছিল। সেটাকে আরও আধুনিক করা হয়েছে। আনা হয়েছে করোনাভাইরাস কিটস। ফলে অল্প সময়ে পরীক্ষা করা সম্ভব হচ্ছে।স্বাস্থ্যমন্ত্রী জানান, বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরগুলোতে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। বাড়ানো হয়েছে জনবল। যেন ২৪ ঘণ্টা সেবা দেয়া যায়।