চিপস-সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ০৩:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সদরের কাগজীপাড়া এলাকায় চিপস-সিগারেট বাকি না দেওয়ায় মোশারফ হোসেন নামের এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলের ছোট ভাই মো: রুবেলের বিরুদ্ধে।
রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভারর ৭ নং ওয়ার্ডের কাউন্সিল মো: সোহেল এর ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চায়। বাকি দিবেনা বলে জানালে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। এরপর একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বে মামাতো ভাইদের লাঠির আঘাতে ভ্যানচালক নিহত হয়েছে। গতকাল রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। রাত ৯ টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।