চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠান নির্দেশ দিয়েছে গাজীপুর আদালত। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। একই মামলার আসামি তাঁর স্বামী রকিব সরকার পলাতক আছেন।
গ্রেফতারের পর মাহিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন মাহি। ওমরাহ পালন করতে গিয়ে তিনি সৌদির মক্কা থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি। একই সংগে ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন তিনি।