চিকিৎসকদের জন্য প্রধানমন্ত্রীর উপহার পিপিইসহ চিকিৎসা সামগ্রী প্রদান
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
 - / ১৬৩৪ বার পড়া হয়েছে
 
করোনা মোকাবিলায় চট্টগ্রামে চিকিৎসকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে পিপিইসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের চট্টগ্রাম জেলা শাখা।
দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকের হাতে ৫শ’ পিপিই তুলে দেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পক্ষে আব্দুল্লাহ আল মামুন নিশাত ও ডাক্তার ফয়সাল কবির রশাদ। পরে আন্দরকিল্লা সিভিল সার্জন অফিসেও ৫শ’ সেট পিপিই ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
																			
																		














