চিকিৎসক পেশার আড়ালে মাদকের ব্যবসা

- আপডেট সময় : ০৯:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৮৭৮ বার পড়া হয়েছে
চিকিৎসক পেশার আড়ালে মাদকের ব্যবসা করছিলেন প্রশান্ত সাহা নামের একজন চিকিৎসক। কুমিল্লার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে টাপেন্টাডল মাদক দেশে এনে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিত একটি চক্র। চক্রের ২ সদস্যকে এক লাখ ২১ হাজার পিস টাপেন্টাডলসহ গ্রেফতারের পর এ তথ্য উঠে আসে। রাজধানীর তেজগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় সংস্থাটি।
দেশে নিষিদ্ধ ব্যথানাশক হিসেবে ব্যবহৃত টাপেন্টাডল ওষুধকে সারাদেশে ছড়িয়ে দিতে সক্রিয় একটি চক্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, রাজধানীসহ, মাদারীপুর ও আশেপাশের বেশ কয়েকটি জেলায় নতুন এই মাদকের একাধিক ক্রেতা রয়েছে। দাম তুলনামূলক কম হওয়ায় দ্রুত এটি ছড়িয়ে পড়ছে।
এই চক্রের মূল হোতা প্রশান্ত সাহাকে গ্রেফতার করা না গেলেও, চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেন মাদক প্রবেশ না করতে পারে সেই দিকে নজরদারি বাড়ানোর তাগিদ সংস্থাটির।