চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সম্মাননা জানিয়েছেন মেসি

- আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা সংকটের মুহূর্তে নিজের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী– তাদের সম্মাননা জানিয়েছেন আর্জেন্টাইনের বার্সা তারকা লিওনেল মেসি। ইনস্টাগ্রামে স্বাস্থ্যকর্মীদের আন্তরিক মোবারকবাদ জানান তিনি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে অন্যদের বাঁচাতে গিয়ে যার নিজের জীবনকে হুমকির মুখে ফেলছেন, সেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রতি শ্রদ্ধা জানান মেসি। গেলো ১১ এপ্রিল শেষ হয়েছে বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ। ইভেন্টটির কথা স্মরণ করে ইনস্টাগ্রামে একজন কর্মরত চিকিৎসকের ছবি পোস্ট করেন মেসি। যেখানে ইউনিসেফের সঙ্গে একত্রিত হয়ে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা জানান এলএমটেন। শুধু সম্মাননাই নয়, এর আগে করোনা মোকাবেলায় বড় অঙ্কের অর্থ দানের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানান ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।