চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ২০২৮ বার পড়া হয়েছে
খুলে দেয়া হলো মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এখন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই ব্যবহার করতে পারবেন যাত্রীরা। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে ছেড়ে আসা ট্রেনটি কারওয়ান বাজার এসে পৌঁছায় সকাল সাড়ে ৭টায়।
তবে সব স্টেশন খুলে দেয়া হলেও মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানোর দাবি যাত্রীদের। বর্তমান নিয়ম অনুযায়ী মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তবে এমআরটি পাসধারীরা বেলা ১২টার ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী বছরের মার্চ থেকে দুই অংশের ট্রেন চলাচলের সময় সকাল থেকে রাত অবধি করার লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ বলছে, শেষ দুটি স্টেশন চালু হওয়ার পর উত্তরা থেকে মতিঝিলে মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।