চারমাসের মধ্যে পদ্মা সেতুতে বসলো দুটি স্প্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
চারমাসের মধ্যে পদ্মা সেতুতে বসলো দুটি স্প্যান। ৮ দিনের ব্যবধানে সেতুর ৩৩তম স্প্যান বসায় প্রায় পাঁচ কিলোমিটার ৪ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হলো।
সকালে স্প্যানটি বসানো হয়। এর আগে গত ১১ অক্টোবর বহুমুখী সেতুটির ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয় ৩২তম স্প্যান। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এ স্প্যানটি বসানো হয়েছিল। এবার মাত্র ৮ দিন পর বসানো হলো ৩৩তম স্প্যান। মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও ফিরেছে গতি।