চার মাস পর করোনায় মৃত্যুর বিশ্ব রেকর্ড
- আপডেট সময় : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা বিশ্ব। কোথাও করোনার চতুর্থ ডোজ টিকা দেয়ারও প্রস্তুতি চলছে। এ রকম পরিস্থিতিতে চার মাস পর করোনায় মৃত্যুর বিশ্ব রেকর্ড হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে বিশ্বে আবারও মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ১০ হাজার ৩১৩ এবং ৩৫ লাখ ১৩ হাজার ৫০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৪ হাজার ৫১৭ জন। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৫৩৩ জন। বিশ্বের কোথাও কোথাও টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭২৯ জনের।