চার মাস পর আবারও করোনায় ১২ জনের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
 - / ১৬১৯ বার পড়া হয়েছে
 
চার মাস পর আবারও করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৭৪। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৮৫ জন। আগের দিন দু’জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী। এ দিন ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহের বিপরীতে সরকারি-বেসরকারি ল্যাবগুলোতে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। চিকিৎসকরা জানান, বিশ্বব্যাপী করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। দেশে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ না করলে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।
																			
																		














