চাকুরী স্থায়ীকরণের দাবীতে উপাচার্যের কক্ষে তালা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চাকুরী স্থায়ীকরণের দাবীতে উপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত ১৫৫ জন কর্মচারী। এছাড়া বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক ও কর্মকর্তারা।
দুপুরে প্রশাসনিক ভবনের দোতালায় উপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে কর্মচারীরা। এসময় চাকুরী স্থায়ী করার দাবীতে বিভিন্ন শ্লোগান দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ আন্দোলনরত কর্মচারীদের সাথে কথা বলে আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ করলেও তারা তা না মেনে আন্দোলন চালিয়ে যান। চাকুরী স্থায়ীকরণ না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।