চাকুরির পেছনে না ঘুরে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে সংসারের হাল ধরেছে জামালপুরের নারীরা
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চাকুরির পেছনে না ঘুরে নিজেরাই আত্ম কর্মসংস্থানের মাধ্যমে সংসারের হাল ধরেছে জামালপুরের নারীরা। ঘরে বসেই নকশী পণ্য ও মজাদার খাবার অনলাইনে বিক্রি করে তারা এখন সফল উদ্যেক্তা হয়ে উঠেছেন। এই নারীদের পণ্য বাজারজাতকরণ ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
জামালপুরে সুই সুতার সমন্বয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কাঁথা,বেড সিট,শাড়ী,থ্রি-পিচ,টুপিচ,পাঞ্জাবী,কটি সহ নানা নকশী পন্য। এ চাহিদা রয়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও। বর্তমানে এ জেলায় নকশী পল্লী নামে একটি প্রকল্পও চালু হচ্ছে। নিজেরা চাকুরী না করে নকশী পন্যের ব্যবসার সাথে জড়িত হয়ে নারীরা এখন সফল উদ্যেক্তা। পুরুষের পাশাপাশি নারীরাও সাংসার চালাতে সহায়তা করেছে। অপরদিকে, ঘরে তৈরি খাবার বিভিন্ন গ্রুপে অনলাইনের মাধ্যমে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তারা।
এসব নারী উদ্যেক্তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষন ও বিনামূল্য শো-রুম এর ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক।
নারী ক্ষমতায়নে ও নারীর অধিকার বাস্তবায়নে প্রয়োজনী পদক্ষেপ নেবে সরকার এমটি প্রত্যাশা সকলের।










