চাকসু নির্বাচনের ভোটগ্রহণ ১২ অক্টোবর

- আপডেট সময় : ০৪:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর। ভোট দেবেন ২৭ হাজারেরও বেশি শিক্ষার্থী। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। এছাড়া প্যানেলও ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো।
চাকসু নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন সরগরম। ক্যাম্পাসের রেলস্টেশন থেকে বুদ্ধিজীবী চত্বর, কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বোটানিক্যাল গার্ডেন—সবখানেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। তাঁদের আড্ডায় জায়গা করে নিয়েছে চাকসু নির্বাচন। নিরাপত্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেক শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি থাকলে নির্বাচন উৎসবমুখর হবে বলেই মনে করছেন তারা।
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ প্যানেল ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদ ঘোষিত ‘চাকসু ফর রেপিড চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ ও ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে লড়বে ছাত্রশিবির। এছাড়া প্যানেল ঘোষণা করেছে ছাত্রদলও।
শিক্ষার্থীরা অনেক নায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি দাওয়া কিছুটা হলেও পূরণে যেন কাজ করতে পারেন সেজন্য অনেকে আবার স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।