চাকসু নির্বাচনে প্রচারণা জমে উঠেছে, কর্মকর্তা নিয়োগে অসন্তোষ প্রার্থীদের

- আপডেট সময় : ০৪:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ- চাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা যে যেভাবে পারছেন, চেস্টা করছেন ভোটারদের মন জয়ের। ইতোমধ্যে চাকসু নির্বাচন পরিচালনায় প্রায় ৩৫০ কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, আলোচনা ছাড়াই নির্বাচন পরিচালনা কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
সব ঠিক থাকলে সপ্তম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর । দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে বলে, শিক্ষার্থীদের আগ্রহের শেষ নেই। ৯ শতাধিক শিক্ষার্থী নির্বাচনে লড়ছেন, প্রার্থী হয়ে। এরই মধ্যে নির্বাচনে প্যানেল হয়েছে ১৩টি। আর প্রার্থীরা খাওয়া দাওয়া ভুলে এখন ব্যস্ত প্রচারণায়।
এবারের চাকসু নির্বাচনের মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন, ছাত্রী ১১ হাজার ৩২৯ জন। প্রায় ১১ হাজার শিক্ষার্থী নিয়মিত শহর থেকে আসেন ক্যাম্পাসে। তারাই পাল্টে দিতে পারে নির্বাচনের সমীকরণ।
ইতোমধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জনবল নিয়োগে প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২৮০ জন কর্মকর্তা, ৬৫ জন তৃতীয় শ্রেণির কর্মকর্তা ছাড়াও রোভার স্কাউট ও বিএনসিসির সদস্য চেয়ে বিভিন্ন বিভাগ ও কতৃপক্ষকে চিঠি দিয়েছে কমিশন।
তবে নিরপেক্ষতা নিশ্চিতে আলোচনা করেই জনবল নিয়োগ করা উচিত ছিল বলে মনে করছেন চাকসু নির্বাচনের প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
তবে সময় যত গড়াবে নির্বাচনের পরিবেশ আরো উৎসবমুখর হবে বলেই আশা করছেন সবাই।