চাকরি নয়, জীবন থেকেই ‘অবসরে’ চলে গেলেন ওয়ারেন্ট অফিসার হাবিবুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আর মাত্র বছরখানেক। তারপর সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যাবেন। ফিরবেন গ্রামের বাড়ি। বাকি জীবন কাটাবেন পরিবারের সঙ্গে।
এ জন্য পটুয়াখালী পৌর শহরে বাড়িও করেন। নতুন ভবনের নাম দেন ‘সেনা নিকেতন’। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না।
চাকরি নয়, জীবন থেকেই ‘অবসরে’ চলে গেলেন তিনি। গত বুধবার রাতে বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানের সময় গোলাগুলিতে নিহত হন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান।বান্দরবানের রুমা উপজেলার বথি ত্রিপুরাপাড়ায় ওই গোলাগুলিতে আহত হয়েছেন আরেক সেনা সদস্য। গতকাল সন্ধায় গ্রামের বাড়ি পটুয়াখালিতে মরদেহ নেয়ার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকা। সেখানে ভিড় করে শোকাহত আত্মীয়, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হয়।























