চাঁপাইনবাবগঞ্জে পৌর নির্বাচনের ভোট বন্ধের দাবি বিএনপি’র হারুনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন।দুপুরে বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এসময় এমপি হারুন বলেন, উপ্রাজারামপুরসহ প্রত্যেকটি ভোট কেন্দ্রে বুথ টেকনিয়শিয়ান, অপারেটরসহ বিভিন্ন নামে নৌকার লোকজন কেন্দ্রগুলো দখলে নিয়েছে এবং ভোটারদের প্রভাবিত করছে। কাউন্সিলর পদের প্রার্থীদের ভোট দিতে দেয়া হলেও; মেয়র পদের প্রার্থীদের ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। আর একারণেই তিনি নির্বাচন বন্ধের দাবি জানান।এদিকে, চাপাইনবাবগঞ্জের সদর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা।