চাঁদে যাবেন জাপানি ধনকুবের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চাঁদে অভিযানের বুকিং দিয়েছেন এক জাপানি ধনকুবের । সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছরের মধ্যে তিনি উড়াল দেবেন চাঁদের পথে।
কিন্তু চাঁদ ছোঁয়ার এ সৌভাগ্যে তিনি সঙ্গী করতে চান অন্যদেরও। চন্দ্রভ্রমণে সঙ্গে নিতে চান বিশ্বের নানা প্রান্তের আটজনকে । সেই চাওয়া থেকেই বিনা খরচে চাঁদে যেতে আগ্রহী লোকজনকে খোলাখুলি প্রস্তাবও দিয়েছেন তিনি ।বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে চন্দ্র অভিযানে অংশগ্রহণের আবেদন সংক্রান্ত প্রক্রিয়ার কথা তুলে ধরেন তিনি। জাপানি অনলাইন ফ্যাশন ধনকুবের ইউসাকু মায়েজাওয়া ২০১৮ সালে, স্পেসএক্সের নভোযানে চন্দ্র অভিযানে যেতে প্রথম বুকিং দেন। তবে এই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। ২০২৩ সালের প্রথম দিকে ওই অভিযান শুরু হতে পারে ।