চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে ওয়ারেন্টভুক্ত এক আসামি গুরুতর আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে ওয়ারেন্টভুক্ত রুবেল শাহ নামের এক আসামি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়।
শুক্রবার সন্ধ্যায়, ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকার নাঢ়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওই আসামীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রামপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল শাহকে ধরতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল চাকু হাতে হামলা করে। এতে আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড গুলি চালায়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতাল এবং পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রুবেল শাহর বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।























