চাঁদপুরে বেড়েছে মাদকের ব্যবহার

- আপডেট সময় : ০৩:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে বেড়েছে মাদকের ব্যবহার। নারী-পুরুষের সমন্বয়ে চলছে এর রমরমা ব্যবসা। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জেলায় মাদক মামলায় আসামী গ্রেফতার বেড়েছে দ্বিগুণ। কিন্ত তার পরও কমছে না এর সাথে জড়িতদের সংখ্যা। আইনশৃংখলা বাহিনীকে আরো কঠোর হওয়ার পরামর্শ জেলার সচেতন মহলের।
নদীমাতৃক জেলা চাঁদপুর। এখানে জল ও স্থলে যানবাহন সুবিধা থাকায় ধীরে ধীরে বেড়েছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা। জেলায় মাদকের প্রবেশ মুখ চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক, চাঁদপুর-লাকসাম রেলপথ ও ডাকাতিয়া নদী পথ। এমনটাই বলছেন পুলিশ।
জেলার চান্দ্রা, নায়েরগাঁও, নানুয়া বাজার, রহিমানগর, রান্ধুনীমুড়া, টোরাগড়, পাটোয়ারী বাজার, চেঙ্গারচর, কালিয়াপাড়া ও চিতোষী এলাকা মাদক ব্যবসা ও সেবনকারীর স্পটজোন রয়েছে। এছাড়া ২৬ জনের স্থলে মাত্র ১১ জন জনবল নিয়ে জেলার আট উপজেলায় মাদক প্রতিরোধে হিমশিম খাচ্ছে বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চাঁদপুরে মাদক প্রতিরোধে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করার কথা জানান জেলা পুলিশ সুপার।
সম্প্রতি কারাগার পরিদর্শন করে জেলা প্রশাসক। কথা বলেন, কারাগারে আটক আসামীদের সাথে। তিনি জানান অধিকাংশ আসামী মাদক মামলায় গ্রেফতার হয়েছে।
বাকি মাদক সেবিদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।