চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা; অভিযুক্ত গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২২৯৯ বার পড়া হয়েছে
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে (৬৮) কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ভুক্তভোগীর ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মো. বিল্লাল হোসেন (৫০)-এর।
মামলায় বলা হয়, পরিকল্পিতভাবে ধারালো চাপাতি দিয়ে খতিব মাওলানা নুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মামলাটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এবং দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর খতিব আ ন ম নুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আজ মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা এ হামলার দ্রুত বিচার দাবি করেছেন।





















