চাঁদপুর-কুমিল্লা জোনে বীজ হিসেবে আবাদ হয়েছে কয়েক জাতের আলু

- আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৮১৮ বার পড়া হয়েছে
চাঁদপুর-কুমিল্লা জোনে বীজ হিসেবে আবাদ হয়েছে সানসাইন জাতসহ কয়েক জাতের আলু। এ বছর চাঁদপুরের ৮ উপজেলায় ৭ হাজার ৩৫০ হেক্টের জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদিত আলু বাজারেই অধিকাংশ বিক্রি হয়। কিন্তু দেশে আলু উৎপাদন বৃদ্ধির লক্ষে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে বীজ হিসেবে আবাদ হয়েছে সানসাইন জাতের নতুন আলু। দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই বীজ সংরক্ষণ হচ্ছে ।
চাঁদপুর- কুমিল্লা জেলার কৃষি উন্নয়ন কর্পোরেশন আলু বীজ জোন চাঁদপুরে। চলতি বছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৪৭ একর জমিতে ৭৫২টন সানসাইন জাতের আলু উৎপাদন হয় এই জোনে। মাত্র ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এই জাতের আলু ফলন হয়। চকচকা রঙের এই আলু উৎপাদনের পরিমান দ্বিগুন। বর্তমানে এটি বিক্রি নয়, বীজ হিসেবে সংরক্ষণ করা হচ্ছে।
আগে আলু শ্রমিকদের হাতে বাচাই হতো। এখন নতুন গ্রেডিং সটিং মেশিন ব্যবহার হচ্ছে। মেশনি ব্যবহারে অল্প সময়ের মধ্যে বীজের মান রক্ষার পাশাপাশি সময় ও অর্থ ব্যয় হচ্ছে কম বলে জানান শ্রমিকেরা। এই আলু দিয়ে ভালো চিপস তৈরি হয়। বিদেশেও রপ্তানি হয়। আগামীতে কৃষকেরা সানসাইন জাতের আলু আবাদ করার আগ্রহ প্রকাশ করেন বলে জানান বিএডিসির এই কর্মকর্তা।
আলুর উৎপাদনে কয়েকটি জাতের মধ্যে উচ্চ ফলনশীল একটি জাত হচ্ছে সানসাইন। গত দুই বছর চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে চাষ হচ্ছে। এটি অন্যান্য জাতের তুলনায় দ্বিগুন ফলন দিচ্ছে। দেশে নতুন ১৭ টি আলুর জাত নির্ণয় করা হয়। এর মধ্যে সানসাইন জাতের আলু নিয়ে শতভাগ আশাবাদী আলু বীজ সংরক্ষণের এই অধিদপ্তর।