চা বাগান থেকে নিখোঁজের ৪ দিন পর চা শ্রমিক দোলন রাজগৌরের মরদেহ উদ্ধার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জের একটি চা বাগান থেকে নিখোঁজের ৪ দিন পর চা শ্রমিক দোলন রাজগৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেলরাতে এলাকাবাসী চা বাগানের পার্শ্ববর্তী ধলাই নদীর ধর্মপুর ঘাটে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধলাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ৩০ এপ্রিল নিখোঁজ হয় দোলন।

 
																			 
																		






















