চসিকের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মসজিদের টাকা আত্মসাৎ, স্কুলের জমি দখল ও পাহাড় ধ্বংসের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের বিরুদ্ধে ৪টি আলাদা মামলা করেছে দুদক।
সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়-১’এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবু সাঈদ। দুদক জানায়, লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি থাকা অবস্থায় দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ লাখ আত্মসাৎ করেন তিনি। এছাড়া মতিঝর্ণা এলাকার একটি পাহাড় দখল করে বাংলো নির্মাণ, মনসুরাবাদের একটি সরকারি জমি ও লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলসহ একাধিক অভিযোগ আসে দুদকে। দীর্ঘদিন তদন্ত শেষে অভিযোগের প্রমাণ পাওয়ায় দুপুরে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় দুদক।