চসিক নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা বাড়ছে পাড়ামহল্লায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা বাড়ছে পাড়ামহল্লায়।
ছুটির দিনে সকালে রাহাত্তারপুল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন। এসময় তিনি অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানান। সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলেও জানান তিনি। এদিকে, চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বিএনপি অগ্নিসংযোগ করেছে, পেট্রোল বোমা মেরেছে। আবার একই কয়দায় সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করে দেয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি। চট্টগ্রামের জনগণ সুন্দর পরিবেশে নির্বাচন চায়। পরে তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন।